What is Transistor(ট্রানজিস্টর) in Bengali

আপনি কি এমন কোনো অর্ধপরিবাহী(Semiconductor) ডিভাইস সম্পর্কে শুনেছেন যা Electrons এবং বিদ্যুতের (Electricity)চলাচল নিয়ন্ত্রণ করতে পারে, এটি বিদ্যুতের চলাচল শুরু এবং বন্ধ করতে পারে এবং এটি কার্রেন্টর পরিমাণও নিয়ন্ত্রণ করতে পারে, যার কারণে এটি বৈদ্যুতিন তরঙ্গ তৈরি করতে পারে। হ্যাঁ, আপনি একেবারে ঠিক ভাবছেন, এই ডিভাইসের নাম ট্রানজিস্টর(Transistor), যার সম্পর্কে আমরা এই ব্লগে পড়তে যাচ্ছি, ট্রানজিস্টর কী এবং এটি কীভাবে কাজ করে, এর প্রকারগুলি কী এবং এর মধ্যে Transistor in Bengali সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

ট্রানজিস্টর কি এবং এটি কি ভাবে কাজ করে ?

ট্রানজিস্টার আবিষ্কার করেছিলেন John Bardeen ও Walter ও William Schockley এই তিন জন মিলে I এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা কোনও Electronic signal কে amplifiers ও switching করতে ব্যবহৃত হয়। এটি সেমিকন্ডাক্টর উপাদান দিয়ে তৈরি করা হয়, এটি তৈরি করতে বেশিরভাগ সিলিকন এবং জার্মেনিয়াম ব্যবহৃত হয় । এটিতে 3 টি টার্মিনাল রয়েছে ,এই টার্মিনাল গুলিকে বেস, কালেক্টর এবং এমিটার বলা হয়।

ট্রানজিস্টারের প্রকারভেদ।

ট্রানজিস্টর গঠনভেদে দুই প্রকার। যথা-. 1। BJT বা বাইপোলার জংশন মডেল ট্রানজিস্টর।
2I FET বা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। BJT বা বাইপোলার জংশন মডেল ট্রানজিস্টর কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে 1. PNP 2.NPN। FET বা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর কেউ দুই ভাগে ভাগ করা হয়েছে 1. JFET ও MOSFET আজকে আমরা BJT বা বাইপোলার জংশন মডেল ট্রানজিস্টর জানবো

BJT বা বাইপোলার জংশন মডেল

এই ট্রানজিস্টরটি 1947 সালের ডিসেম্বর মাসে আমেরিকার বেল ল্যাবরেটরিতে জন বোর্ডিন, ওয়াল্টার ব্রাটেন এবং উইলিয়াম শকলে আবিষ্কার করেছিলেন। এই ট্রানজিস্টারের নাম বাইপোলার ট্রানজিস্টর কারণ এটি দুই ধরণের চার্জ ক্যারিয়ার,নিয়ে গঠিত হয় যথা Holes এবং electron। এর অর্থ এর মধ্যে কার্রেন্ট Holes এবং electron উভয় দিয়ে প্রবাহিত হতে পারে। এটিতে দুটি পি এন জংশন রয়েছে যা Signal কে Amplifie ও Magnifies করতে কাজ করে। বাইপোলার জংশন ট্রানজিস্টর এর 3 টি টার্মিনালগুলিকে বেস, কালেক্টর এবং অ্যামিটার বলা হয়।

বাইপোলার জংশন ট্রানজিস্টর এর কিছু ব্যবহার:

একটি বাইপোলার জংশন একটি পরিবর্ধক হিসাবে ব্যবহৃত হয়।এটি একটি অক্সিডাইজার হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এটি একটি ডিমোডুলেটর হিসাবে ব্যবহৃত হয়। বাইপোলার জংশন ট্রানজিস্টরগুলি লজিক্যাল সার্কিটগুলিতে ব্যবহৃত হয়।এই ট্রানজিস্টর একটি বৈদ্যুতিন স্যুইচ হিসাবে ব্যবহৃত হয়।বাইপোলার ট্রানজিস্টর দুই রকমের হয় যথা (1) NPN (2) PNP

NPN:

একখণ্ড পাতলা P-টাইপ সেমিকন্ডাক্টর দুইটি N-টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে স্থাপন করলে যে ট্রানজিস্টর গঠিত হয়, তাকে NPN-ট্রানজিস্টর বলে।
দুইটি পি-এন জাংশন বেস ইমিটার এবং বেস কালেক্টরের সমন্বয়ে একটি NPN ট্রানজিস্টর
তৈরি হয়। NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে ৩ টি সেমিকন্ডাক্টর লেয়ার থেকে ৩ টি টার্মিনাল বের
করা হয়। মধ্যবর্তী P-লেয়ার থেকে যে টার্মিনাল বের করা হয়, তাকে বেস এবং দুই পাশের
সমজাতীয় N-লেয়ার থেকে যে দুইটি টার্মিনাল বের করা হয়, তার একটিকে ইমিটার এবং
অপরটিকে কালেক্টর বলা হয়। NPN ট্রানজিস্টরকে অপারেট করার জন্য ইমিটার বেস জাংশনে ফরোয়ার্ড বায়াস এবং কালেক্টর
বেস জাংশনে রিভার্স বায়াস প্রদান করা হয়, এরূপ বায়াস প্রয়োগের ফলে ইমিটার হতে ইলেকট্রন
বেসে প্রবেশ করে এবং বেস হতে হোল ইমিটারে প্রবেশ করে। বেসের আয়তন কম বলে ৫%
ইলেকট্রন গ্রহণ করে এবং বাকি ৯৫% ইলেকট্রন কালেক্টর বেস জাংশন ভেদ করে কালেক্টরে প্রবেশ
করে। এভাবে ইমিটার হতে কালেক্টরে কারেন্ট প্রবাহ চলতে থাকে ।

PNP:

একখণ্ড পাতলা N-টাইপ সেমিকন্ডাক্টর দুইটি P-টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে স্থাপন করলে যে ট্রানজিস্টর গঠিত হয়, তাকে PNP-ট্রানজিস্টর বলে । দুইটি পিএন জাংশনের সমন্বয়ে একটি ট্রানজিস্টর তৈরি হয়, যার দুই পার্শে থাকে P-টাইপ সেমিকন্ডাক্টর এবং মাঝখানে থাকে একটি N-টাইপ সেমিকন্ডাক্টর । তিনটি সেমিকন্ডাক্টর লেয়ার হতে তিনটি টার্মিনাল বের করা হয়। মধ্যের লেয়ার টি খুবই পাতলা হয়ে থাকে একে বেস বলে। দুই পাশে সমজাতীয় দুইটি সেমিকন্ডাক্টরের একটিকে কালেক্টর এবং অপরটিকে ইমিটার বলে। PNP ট্রানজিস্টরকে অপারেট করার জন্য ইমিটার বেস জাংশনে ফরোয়ার্ড বায়াস এবং কালেক্টর
বেস জাংশনে রিভার্স বায়াস প্রদান করা হয়। এরূপ বায়াস প্রয়োগের ফলে ইমিটার হতে হোল
বেসে প্রবেশ করে এবং বেস হতে ইলেকট্রন ইমিটারে প্রবেশ করে। বেসের আয়তন কম বলে
৫% হোল হণ করে এবং বাকি ৯৫% হোল কালেক্টর বেস জাংশন ভেদ করে কালেষ্টরে প্রবেশ
করে। এভাবে ইমিটার হতে কালেক্টরে কারেন্ট প্রবাহ চলতে থাকে।

PNP ও NPN এর মধ্যে পার্থক্য:


ট্রানজিস্টরের সার্কিট কনফিগারেশন:

একটি ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে, ইমিটার,বেস এবং কালেকটর। ট্রানজিস্টরকে ব্যবহারিক সার্কিটে সংযোগ করতে চারটি টার্মিনাল প্রয়োজন হয়, দুটি টার্মিনাল ইনপুটের জন্যএবং দুটি আউটপুটের জন্য। কিন্তু ট্রানজিস্টর তিন টার্মিনাল বিশিষ্ট ডিভাইস হওয়ায় সার্কিটে সংযোগের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। এইঅসুবিধা দুর করতে যে কোনএকটি টার্মিনালকে ইনপুট ও আউটপুট উভয়ের মধ্যে কমন/সাধারণ রাখা হয়। এক্ষেত্রে একটি টার্মিনালে ইনপুট দেয়া হয় ও অপর টার্মিনাল হতে আউটপুট সিগনাল পাওয়াযায় আর অবশিষ্ট টার্মিনালটি ইনপুট ও আউটপুট উভয়ের মাঝে কমন থাকে। ট্রানজিস্টরকে ব্যবহারিক সার্কিটে সংযোগ করার এইসকল রীতি পদ্ধতিকে ট্রানজিস্টরের সার্কিট কনফিগারেশন বলা হয়। এইপদ্ধতি অনুসারে একটি ট্রানজিস্টরকে তিনটি উপায়ে সার্কিটে সংযোগকরা যায়। যেমন:১। কমন বেস কনফিগারেশন ২। কমন ইমিটার কনফিগারেশন৩। কমন কালেকটর কনফিগারেশন

প্রত্যেক প্রকার সার্কিটকনফিগারেশনের কিছু সুবিধাএবং অসুবিধা রয়েছে।১। কমন বেসকনফিগারেশন :কমন বেস সার্কিট কনফিগারেশন অনুযায়ী ইমিটার ও বেসের আড়াআড়িতে ইনপুট দেয়া হয়এবং কালেকটর ও বেসেরআড়াআড়ি হতে আউটপুট গ্রহণকরা হয়। এই পদ্ধতিতে ট্রানজিস্টরের বেস টার্মিনাল ইনপুট ও আউটপুটেরমধ্যে কমন থাকে একারনে এইপদ্ধতিকে কমন বেস কনফিগারেশন বলা হয়।

কমন বেস সার্কিটের কারেন্ট এমপ্লিফিকেশনফ্যাক্টর :কারেন্ট এমপ্লিফিকেশনফ্যাক্টর হলো আউটপুট কারেন্টএবং ইনপুট কারেন্টের অনুপাত।কমন বেস সার্কিটের ক্ষেত্রে ইনপুট কারেন্ট হলো ইমিটার কারেন্ট এবং আউটপুট কারেন্ট হলো কালেকটর কারেন্ট । ট্রানজিস্টরে শুধু d.c. ভোল্টেজ প্রযুক্ত হলে কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর, কিন্তু ট্রানজিস্টরে এসি ভোল্টেজ প্রযুক্ত হলে ইনপুট কারেন্ট এর পরিবর্তন সাপেক্ষে আউটপুট কারেন্ট অনবরত পরিবর্তন হবে। এক্ষেত্রে, স্থির কালেকটর-বেস ভোল্টেজে কালেকটর কারেন্টের পরিবর্তন এবং ইমিটার কারেন্টের পরিবর্তন এর অনুপাতকে কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর বলা হয়, , যখন স্থির। কারেন্টএমপ্লিফিকেশন ফ্যাক্টরেরমানে 1 অপেক্ষা ছোট, ।বাণিজ্যিকভাবে উৎপাদিত ট্রানজিস্টরে এর মান 0.9হতে 0.99 এর মধ্যে হয়ে থাকে।

আমাদের পূর্বের পোস্ট গুলি পড়তে আপনি নিচের লিংক এ ক্লিক করুন:

যদি আপনার এই পোস্ট টি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন|এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন।


1 thought on “What is Transistor(ট্রানজিস্টর) in Bengali”

Leave a Comment

error: Content is protected !!