কারেন্ট(Current) শব্দটার সাথে আমরা সবাই কম বেশী পরিচিত । আমাদের বাড়ি বা অফিসে বিদ্যুৎ চলে গেলে আমরা বলি কারেন্ট চলে গেছে আবার বিদ্যুৎ চলে আসলে বলি কারেন্ট চলে এসেছে । কিন্তু আসলে এই কারেন্ট কি ? এ সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই । তাই আজকে আমরা কারেন্ট সম্পর্কে বিস্তারিত আলােচনা করবাে।
আজকে যেই বিষয় গুলি নিয়ে আলোচনা করবো:
- কারেন্ট কি ? What is Current?
- কারেন্টের প্রকারভেদ ও ব্যখ্যা।
- কারেন্টের প্রতীক ও একক।
- কারেন্ট কোন দিকে থেকে কোন দিকে প্রবাহিত হয়।
- কারেন্ট কিভাবে মাপা হয়।
প্রযুক্তিগত ভাষায় বললে নির্দিষ্ট সময়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। আমরা সবাই জানি , পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে । আবার যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সে তারের মধ্যেও ইলেকট্রন থাকে । সাধারণ অবস্থায় , তারের ভিতরের ইলেকট্রন গুলাে এলােমেলাে ভাবে ছড়ানাে থাকে । কিন্তু যখন এই তারের সাথে কোন সাের্স বা ব্যাটারি যুক্ত করা হয় তখন সাের্স বা ব্যাটারি অনেকটা পাম্পের মতাে কাজ করে এবং এলােমেলাে ইলেকট্রন গুলােকে ধাক্কা দিতে থাকে । তখন এই ইলেকট্রন গুলাে একদিকে গতি প্রাপ্ত হয় এবং তখনই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায় । অর্থাৎ , কারেন্ট = ইলেক্ট্রন প্রবাহের হার / সময়ের পার্থক্য

এবার একটি উদাহরণের মাধ্যমে বােঝার চেষ্টা করি:

মনে করি , কোন জলের পাইপের সাথে একটি পাম্প লাগানাে আছে । পাইপের ভিতরে জল আছে কিন্তু জলের কণাগুলাে স্থির অবস্থায় রয়েছে এবং পাইপের ভিতরের জল কোথাও প্রবাহিত হচ্ছেনা । কিন্তু যখনই পাম্প চালু করা হলাে তখনই পাইপের ভিতর দিয়ে জলের প্রবাহ শুরু হয়ে গেলাে । এক্ষেত্রে পাম্প চাপ প্রয়ােগ করে জলের কণাকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করছে ।এখানে ,পাইপ হচ্ছে পরিবাহী বা তার , জলের কণাগুলাে হচ্ছে ইলেকট্রন এবং পাম্প হচ্ছে ব্যাটারি ।
প্রতীক ও একক: কারেন্টের প্রতীক হল ইংরেজী বড় অক্ষরের ” I ” এবং একক হচ্ছে এম্পিয়ার ( Ampere ) সংক্ষেপে A দিয়ে প্রকাশ করা হয় । কোন পরিবাহী বা তারের মধ্য দিয়ে এক সেকেন্ডে এক কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে এক এম্পিয়ার বলে । কুলম্ব হচ্ছে চার্জের একক । কোন নির্দিষ্ট পরিমাণ চার্জের সমষ্টিকে এক কুলম্ব বলা হয়।
কারেন্ট কোন দিকে থেকে কোন দিকে প্রবাহিত হয়ঃ
মনে করি , কোন তারের দুইটি প্রান্ত আছে । এবং প্রান্ত দুইটি হল P প্রান্ত ও N প্রান্ত । P প্রান্ত হচ্ছে পজেটিভ প্রান্ত এবং N প্রান্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত । এখন প্রশ্ন হচ্ছে , কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে ? পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে নাকি নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে । আমরা এখন এ বিষয়টি জানবাে,যখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম কারেন্ট সম্পর্কে জানলেন , তখন তিনি মনে করছিলেন কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় ।
কিন্তু পরবর্তীতে দেখা গেলাে কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে যায় । আরাে গবেষণার ফলে জানা গেলাে , কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যাক বা নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে যাক না কেন , এতে হিসেবের কোন পরিবর্তন হয় না । তাই ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে বলা হলাে । কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যায় । কিন্তু প্রকৃতপক্ষে কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে যায় । আগেই বলা হয়েছে , কারেন্ট যেদিকে যাক না কেনাে এর হিসেবের কোন পরিবর্তন হয় না । তাই আমরা হিসেবের সময় যেকোনাে একটি দিক ধরে হিসেব করতে পারি ।

কারেন্ট কিভাবে মাপা হয়:
Ampere meter বা Ammeter দিয়ে কারেন্ট পরিমাপ করা হয় । পরিমাপের সময় Ammeter সিরিজ কানেকশনে কানেক্ট করতে হয় ।
কারেন্টের প্রকারভেদ :
কারেন্ট কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যথা 1. এসি বা অল্টারনেটিং কারেন্ট ( AC বা Alternating Current ) 2. ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ( DC বা Direct Current ) এবার আমরা AC ও DC কারেন্ট সম্পর্কে সমন্ধে বিস্তারিত জানবো।

1. এসি বা অল্টারনেটিং কারেন্ট ( AC বা Alternating Current ) :কোনাে পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎপ্রবাহের অভিমুখ যদি নির্দিষ্ট সময় পরপর বদলে যায় , অর্থাৎ বিপরীতমুখী হয় তবে ওই তড়িৎপ্রবাহকে এসি বা অল্টারনেটিং কারেন্ট ( AC বা Alternating Current ) বলে।
2. ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ( DC বা Direct Current )কোনাে পরিবাহীর ভিতর দিয়ে একই অভিমুখে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎপ্রবাহকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ( DC বা Direct Current ) বলে।
এর পরবর্তী পোস্ট এ আমরা এসি আর ডিসি সমদ্ধে বিস্তারিত জানবো।
আমাদের পূর্বের পোস্ট গুলি পড়তে আপনি নিচের লিংক এ ক্লিক করুন:
হ্যালো বন্ধুরা, এই পোস্টে আমরা আপনাদের কারেন্টের প্রকারভেদ ও ব্যখ্যা। কারেন্টের প্রতীক ও একক সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি| যদি আপনার এই পোস্ট টি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন|এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন |
Useful information. Lucky me I came across your web site accidentally, I bookmarked it. Rayshell Kennie Margery
I read your written content frequently and I just thought it finally was time to leave a comment and say keep up the great work. Agnese Fletch Tulley
Super-Duper site! Loving it!! Will come back again, Thanks. Linet Karlik Schweiker
You have noted very interesting details ! ps decent internet site . “We simply rob ourselves when we make presents to the dead.” by Publilius Syrus. Veda Stevy Boff
when does viagra patent expire buy generic viagra viagra cheap
Amr kub valo legeche
Thank you
You completed a few nice points there. I did a search on the theme and found nearly all persons will consent with your blog. Gretchen Nappy Fennell
You can definitely see your enthusiasm within the work you write. Brandea Gerardo Angelina
Everyone loves it whenever people get together and share opinions. Great website, keep it up! Essa Gun Cully
very appropriate content, i like it
The article is really excellent. Every time I read it, I get information again.
The best article I’ve read in a long time….