Difference between Active and Passive Components in Bengali

একটিভ কম্পোনেন্ট(Active components)

Active একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। Component শব্দের বাংলা অর্থ হচ্ছে উপাদান। একটিভ কম্পোনেন্ট হচ্ছে সক্রিয় উপাদান। একটিভ কম্পোনেন্ট এমন উপাদান বা ডিভাইস যা সার্কিটের শক্তি সরবরাহ করতে সক্ষম।উদাহরণ – ব্যাটারি, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।

অ্যাক্টিভ কম্পনেন্ট উদাহরণসহ ব্যাখ্যা

যেমনটি আমরা জানি যে ডায়োড অ্যাক্টিভ কম্পনেন্ট।তাই এটির পরিচালনার জন্য এটিতে একটি  বাহ্যিক উৎসের প্রয়োজন হয়। কারণ যদি আমরা একটি সার্কিট এর মধ্যে একটি ডায়োড সংযোগ করি এবং তারপরে সেই সার্কিটটি ভোল্টেজ এর সাথে যুক্ত করি সরবরাহ ভোল্টেজ জিরো পয়েন্ট 3 জার্মেনিয়ামের ক্ষেত্রেঃ জিরো পয়েন্ট 7 সিলিকনের ক্ষেত্রে না পৌঁছানো পর্যন্ত  ডায়োড কারেন্ট স্লো করবেনা ।আশা করি বুঝতে পেরেছেন।

প্যাসিভ কম্পোনেন্ট(Passive Components)

Passive শব্দের বাংলা অর্থ নিষ্ক্রিয় / জড় কম্পোনেন্ট এমন ডিভাইস যারা অপারেশনের জন্য কোন বাহ্যিক উৎসের প্রয়োজন হয় না এবং সার্কিটে ভোল্টেজ বা কারেন্টের আকারে শক্তি সঞ্চয় করতে সক্ষম।উদাহরণ – রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি।

প্যাসিভ কম্পোনেন্ট এর উদাহরণসহ ব্যাখ্যা

যেমনটি আমরা জানি বেসিক কম্পোনেন্ট এর কাজ শুরু করার জন্য বাইরে থেকে কোন শক্তির প্রয়োজন হয় না। আগে ডায়োড এ যেমন 0.3 ও 0.7 ভোল্ট প্রয়োজন ছিল ডায়োড টি কে কাজ করার জন্য কিন্তু আমরা যখন কোন রেজিস্টারকে কোন সার্কিটের সাথে যুক্ত করি।এটি অটোমেটিক তার কাজ শুরু করে দেয়। এতে আমাদের কোন ভোল্টেজ দিতে হবে না। যদি আপনি একটিভ কম্পোনেন্ট এর  উদাহরণটি ভালো করে বুঝে থাকেন তাহলে প্যাসিভ কম্পনেন্ট আপনি খুব সহজেই বুঝতে পারবেন।

একটিভ কম্পোনেন্ট ও প্যাসিভ কম্পোনেন্ট এর মধ্যে পার্থক্য

প্রাকৃতিক সোর্সের উপর নির্ভর করে – যে সকল ডিভাইস সার্কিটে পাওয়ার / এনার্জি প্রদান করে থাকে তাদেরকে একটিভ কম্পোনেন্ট(Active components) বলে।
প্রাকৃতিক সোর্সের উপর নির্ভর করে – যে সকল কম্পোনেন্ট এনার্জি প্রদান করতে পারে না কিন্তু জমা রাখতে পারে বা সার্কিটের পাওয়ারকে কাজে লাগায় সেগুলোই প্যাসিভ কম্পোনেন্ট(Passive Components)
উদাহরণ – (Active components)এক্টিভ কম্পোনেন্টঃ ব্যাটারি, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
উদাহরণ – (Passive Components)প্যাসিভ কম্পোনেন্টঃ রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি।


কাজ – (Active components)একটিভ কম্পোনেন্টঃ ভোল্টেজ কিংবা কারেন্ট ফর্মে এনার্জি উৎপাদন করে।
কাজ – (Passive Components)প্যাসিভ কম্পোনেন্টঃ ভোল্টেজ কিংবা কারেন্ট ফর্মে এনার্জি জমা রাখে।


পাওয়ার গেইন – (Active components)একটিভ কম্পোনেন্টঃ এটি পাওয়ার গেইন সরবরাহ করতে পারে।
পাওয়ার গেইন – প্যাসিভ কম্পোনেন্টঃ এটিও পাওয়ার গেইন সরবরাহ করতে পারে।

কারেন্টের প্রবাহ – (Active components)একটিভ কম্পোনেন্টঃ একটিভ কম্পোনেন্ট কারেন্ট কে কন্ট্রোল করতে পারে।
কারেন্টের প্রবাহ – (Passive Components)প্যাসিভ কম্পোনেন্টঃ প্যাসিভ কম্পোনেন্ট কারেন্ট কে কন্ট্রোলে করতে পারে না।


বাহ্যিক সোর্স প্রয়োজন – (Active components)একটিভ কম্পোনেন্টঃ অপারেশনের জন্য বাহ্যিক সোর্সের প্রয়োজন হয়।
বাহ্যিক সোর্স প্রয়োজন – (Passive Components)প্যাসিভ কম্পোনেন্টঃ প্যাসিভ কম্পোনেন্ট এনার্জি গ্রহন করে থাকে।

আমাদের পূর্বের পোস্ট গুলি পড়তে আপনি নিচের লিংক এ ক্লিক করুন:

 1. ভোল্টেজ(Voltage) কী?ভোল্টেজ(Voltage) এবং কারেন্ট মধ্যে পার্থক্য


 2. 
কারেন্ট কি ?What is Electric Current? in Bengali


3. AC ও DC মধ্যে প্রার্থক্য।


4. 
তড়িৎ প্রবাহের উৎপত্তি


5পারমাণবিক গঠন

6. ব্যাটারি কী? বিদ্যুতিক সেল কী? ব্যাটারীর ইতিহাস ও প্রকার

7.ওহমের সূত্র

যদি আপনার এই পোস্ট টি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন|এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন।

14 thoughts on “Difference between Active and Passive Components in Bengali”

  1. Hi, i believe that i saw you visited my weblog thus i got here to return the prefer?. I am trying to to find things to enhance my website!I suppose its good enough to use some of your ideas!!| Alexina Timothy Ewold

    Reply
  2. I have been exploring for a little for any high-quality articles or weblog posts in this kind of space . Exploring in Yahoo I ultimately stumbled upon this site. Studying this information So i am glad to show that I have an incredibly just right uncanny feeling I came upon just what I needed. I most undoubtedly will make sure to do not forget this site and give it a look on a relentless basis. Fiorenze Josh Guinevere

    Reply
  3. Hello there. I found your website by means of Google at the same time as searching for a similar matter, your site got here up. It appears to be good. I have bookmarked it in my google bookmarks to come back then. Malorie Cross Fawna

    Reply
  4. You made some decent points there. I looked on-line for your issue and found most people should go coupled with together with your internet site. Charleen Adrian Baecher

    Reply
  5. Hi there. I discovered your blog via Google whilst searching for a comparable matter, your website got here up. It looks great. I have bookmarked it in my google bookmarks to visit then. Kerstin Borden Aylmer

    Reply

Leave a Comment

error: Content is protected !!